| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ‘ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহার করতে দেয়া আত্মঘাতী হবে’


‘ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহার করতে দেয়া আত্মঘাতী হবে’


রহমত নিউজ ডেস্ক     21 March, 2023     04:41 PM    


সম্প্রতি গভর্নিং কাউন্সিল অব ইন্ডিয়া ফাউন্ডেশনের রাম মাধব প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যাবহার করার যে প্রস্তাব দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা ছরওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার। 

আজ (২১ মার্চ) মঙ্গলবার পার্টির প্রচার সচিব আবদুল্লাহ আল মাসউদ খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় এ প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, ভারত একটা উগ্র সাম্প্রদায়িক হিন্দু দেশ, তাদেরকে আমরা বিশ্বাস করি না, তাদের কাছে মুসলিম জাতি ও দেশ নিরাপদ নয়। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ভারত হুমকি, চট্টগ্রাম ও সিলেটের মতো গুরুত্বপূর্ণ বন্দর ভারতকে ব্যবহার করতে দেয়া হবে চরম আত্মঘাতী, এদেশের জনগণ তা কোন ভাবেই মেনে নেবে না। অবিলম্বে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে জোর দাবি জানান। নইলে এর কড়া মাশুল দিতে হবে বলেও নেতৃদ্বয় হুশিয়ারি উচ্চারণ করেন তারা।